NOW READING:
DA মামলায় হারবে সরকার জানত, কোটি কোটি টাকা খরচ করেছে, যাতে ১০ টি বড় হাসপাতাল হত : শুভেন্দু
May 16, 2025

DA মামলায় হারবে সরকার জানত, কোটি কোটি টাকা খরচ করেছে, যাতে ১০ টি বড় হাসপাতাল হত : শুভেন্দু

DA মামলায় হারবে সরকার জানত, কোটি কোটি টাকা খরচ করেছে, যাতে ১০ টি বড় হাসপাতাল হত : শুভেন্দু
Listen to this article


কলকাতা: DA মামলায় জোর ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টে ধোপে টেকেনি রাজ্যের কাতর আর্জি। অবশেষে স্বস্তি ফিরল রাজ্যের সরকারি কর্মীদের। কারণ এদিন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এবার রাজ্যের শাসকদলকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর।

আরও পড়ুন, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফেই হয়েছে, সব্যসাচী দত্ত ইস্যুতে প্রতিক্রিয়া পুলিশের

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে। ডেটের পর ডেট । সরকার জানত এই মামলায় তাঁরা হারবে। জানত বলেই কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে, অন্তত ১০ টি বড় হাসপাতাল তৈরি করা যেত। ১০০ টি হাসপাতালে MRI মেশিন বসানো যেত। ৫০০ হাসপাতালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত ২০০ টি নতুন স্কুল বিল্ডিং তৈরি করা যেত। কতটা টাকা খরচ করেছে এরা, SIT থেকে সুপ্রিম কোর্ট অবধি। এটা ২০০ কোটি টাকার বেশি।’

আরও দেখুন



Source link