নয়াদিল্লি: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে এক নতুন গৌরবময় অধ্যায় যোগ করেন ডি গুকেশ (M.K.Stalin)। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। তাও আবার মাত্র ১৮ বছর বয়সে। সর্বকালের সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। এই বিরাট কৃতিত্বের জন্য তরুণ তুর্কি স্বাভাবিকভাবেই প্রশংসিত হচ্ছেন। এবার তাঁর এই বিরাট কৃতিত্বের জন্য আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের তরফে এক সোশ্য়াল মিডিয়া পোস্ট মারফৎ জানানো হয় গুকেশকে তাঁর ঐতিহাসিক জয়ের জন্য আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। তিনি লেখেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের এই অনবদ্য কৃতিত্বকে সম্মান জানাতে তাঁকে পাঁচ কোটির টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। ওর এই ঐতিহাসকি কৃতিত্ব গোটা দেশকে আনন্দ দিয়েছে এবং দেশের মুখ উজ্জ্বল করেছে। আশা করছি এভাবেই ও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য পাবে। এই তরুণ প্রতিভাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য উদয় স্ট্যালিন ও তামিলনাড়ু ক্রীড়ামন্ত্রককে অনেক কুর্নিশ।’
To honour the monumental achievement of @DGukesh, the youngest-ever World Chess Champion, I am delighted to announce a cash prize of ₹5 crore!
His historic victory has brought immense pride and joy to the nation. May he continue to shine and achieve greater heights in the… pic.twitter.com/3h5jzFr8gD
— M.K.Stalin (@mkstalin) December 13, 2024
বৃহস্পতিবারের আগে পর্যন্ত কিন্তু ডি গুকেশ ও ডিং লিরেন- দু’জন দাবাড়ুর ঝুলিতেই ছিল ৬.৫ পয়েন্ট। ১৩ গেমের পর। ১৪তম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ডিং। যিনি খেতাবরক্ষার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি। ভারতীয় গুকেশের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় ৭.৫-৬.৫। ক্লাসিকাল দাবায় ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন ছেলে, গুকেশের ইতিহাস তৈরির মুহূর্তে তাঁর বাবার প্রতিক্রিয়া নজর কাড়ল নেটিজেনদের
আরও দেখুন