Kolkata Cyber Crime : দমদমের বুকে চলছিল সাইবার প্রতারণাচক্র (Cyber Fraud)। চাকরির টোপ (Job Scam) দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল লক্ষ লক্ষ টাকা (Money)। অবশেষে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ধরা পড়ল জালিয়াতিচক্র (Cyber Crime)।
কোন জেলার পুলিশ এসে আটক করে
এদিন মহিলার অভিযোগের ভিত্তিতে দমদমের ২ নম্বর মোতিলাল কলোনির একটি বাড়িতে তল্লাশি চালায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। তখনই ১৮ জনকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, চাকরির নাম করে এখানে প্রতারণাচক্র চালানো হত। এই বিষয়ে পাঁশকুড়া থানায় আগেই অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। যার ভিত্তিতে উত্তরপাড়া থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে তাকে জেরা করেই দমদমে ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া যায়।
কত লাখ টাকা প্রতারণা
ওই মহিলা অভিযোগ করেন তাঁর থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। সেই কারণে পূর্ব মেদিনীপুরে অভিযোগ দায়েরের পর ব্যারাকপুর কমিশনারেটের সাইবার থানা ও দমদম থানার সহযোগিতা নিয়ে দমদমে অভিযান চালায় পুলিশ।
কীভাবে ধারা পড়ল প্রতারণাচক্র
সূত্রের খবর, আজ সন্ধ্য়েবেলায় এই বাড়িতে আসেন কলসেন্টারের মালিক। কর্মীদের বেতন দিতে আসেন তিনি। সেই তথ্য পুলিশের কাছে পৌঁছয়। এরপরই মালিক-সহ ১৮ জনকে আটক করে পুলিশ।
চাকরির ছাড়াও আরও অভিযোগ
পুলিশ সূত্রে খবর, চাকরির টোপের পাশাপাশি বন্ধুত্ব করিয়ে দেওয়ার নামে চক্র চালানো হত এই কল সেন্টারে। সেখানে ব্ল্যাক মেলিয়ের অভিযোগও উঠেছে এই ভুয়ো কল সেন্টারের নামে। যে কারণে সব জানতে ১৮ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই বাড়ি ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়া দিয়েছিলেন এক ব্যক্তি। ইতিমধ্য়েই পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
Fixed Deposit : রেপো রেট কমতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এখন কত পাবেন প্রবীণ নাগরিকরা ?
আরও দেখুন
+ There are no comments
Add yours