এবার বেনজির সৌজন্য, ফল-মিষ্টির সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
CV Ananda Bose: সংঘাতের আবহেই এবার বেনজির সৌজন্য। বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য। ফল-মিষ্টির সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। পাল্টা বোসকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রীর। সাংবিধানিক প্রধান হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বোসের চিঠি। ‘প্রথম বছরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিতীয় বছরে কাঁটা’, তৃতীয় বছরে উন্নয়নের প্রশ্নে একসঙ্গে চলার বার্তা দিয়ে চিঠি।
ছয়ে ছয়। নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, তালডাংরায় জয়ী তৃণমূল। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। অহঙ্কারেই পরাজয়, বিস্ফোরক বার্লা। বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। অভিবাদন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীরা নির্মূল। প্রথমবার সেবার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে ধন্যবাদ, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী।