# Tags
#Blog

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী আসার আগেই দুর্ঘটনা! ধনধান্যে অডিটোরিয়ামে ভাঙল তোরণ, জখম ২..

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী আসার আগেই দুর্ঘটনা! ধনধান্যে অডিটোরিয়ামে ভাঙল তোরণ, জখম ২..
Listen to this article


সুতপা সেন: মুখ্যমন্ত্রী তখনও এসে পৌঁছননি। রাস্তায় হঠাত্‍-ই ভেঙে পড়ল তোরণ! গুরুতর জখম ২। আহতেরা ভর্তি এসএসকেএমে। দুর্ঘটনা ঘটল আলিপুরের ধনধান্যে অডিটোরিয়ামে।

আরও পড়ুন:  Mamata Banerjee: আলু সংকটে কড়া নবান্ন! ২৬ টাকায় আলু কিনবে সরকার?

ঘটনাটি ঠিক কী? আজ, বুধবার ২৪ জুলাই। উত্তমকুমারের মৃত্যুদিন। মহানায়কের মৃত্যুবার্ষিকীতে আলিপুরের ধনধান্য়ে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে আয়োজন করেছে রাজ্য সরকার। নাম, ‘উত্তম কুমার স্মরণে’। সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

এদিকে এই অনুষ্ঠানে উপলক্ষ্যে অডিটোরিয়ামে প্রবেশপথে লাগানো হয়েছিল তোরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন অডিটোরিয়ামে বাইরে তখন দাঁড়িয়েছিলেন অনেকেই। বিকেলে দমকা হাওয়া ভেঙে পড়ে তোরণটি। চাপা পড়েন কমপক্ষে ২০ থেকে ২৫ জন। সকলেই অল্প-বিস্তর চোট পেয়েছেন। তবে দু’জনের আঘাত গুরুতর। একজনের মাথায় আঘাত লেগেছে বলে খবর।

আরও পড়ুন:  Mango Flavoured Tea: নীলকন্ঠ, গোলাপের পর এবার আমের স্বাদের চা তৈরি করল মাঝেরডাবরি চা বাগান

স্থানীয় সূত্রে খবর, যে দু’জন আহত হয়েছেন, তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন তাঁরা। এরপর অডিটোরিয়ামে সমস্ত তোরণ ও ফ্লেক্স খুলে ফেলা হল। আধ ঘণ্টার পর ধনধান্য়ে অডিটোরিয়ামের পৌঁছন মুখ্যমন্ত্রী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal