জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আইপিএলে ফের হারল চেন্নাই। ঘরের মাঠে আরসিবি-র পর, এবার অ্যাওয়ে ম্যাচে রাজস্থানের কাছে ধরাশায়ী ধোনির দল। তৃতীয় ম্যাচে প্রথম জয় পেল রাজস্থান।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ধোনি জয়প্রিয়তা কমে এতটুকুও। এদিন গুয়াহাটি স্টেডিয়ামে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে চলে এসেছিলেন চেন্নাইয়ের সমর্থকরা। গোটা স্টেডিয়ামেই হলুদ জার্সি ছড়াছড়ি। দেখা বোঝার উপায় ছিল না যে, বিপক্ষের মাঠে খেলে নেমেছেন হলুদ জার্সিধারী। কিন্তু ম্যাচ শেষে হতাশ হয়ে ফিরতে হল সমর্থকদের।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক। বস্তুত সাফল্য এসেছিল। তৃতীয় বলেই আউট হয়ে যান রাজস্থানের যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নামেন নীতীশ রানা। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না চেন্নাইয়ে বোলাররা। উল্টে দিকে তখন ধীর গতিতে ব্যাটিং করছিলেন সঞ্জু স্যামসনের। বেশ খেলার সুযোগ দিচ্ছিলেন নীতীশকেই। ফল মেলে হাতেনাতেই। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮২ তোলে রাজস্থান।
জবাবে ব্য়াট করে নেমে ১৭৬ রানে থেমে চেন্নাই। প্রথম ওভারেই প্য়াভিলিয়নে ফেরেন রাচিন রবীন্দ্র। ফের ব্যর্থ অপর ওপেনার রাহুল ত্রিপাঠীও। শেষের দিকে কিছুটা লড়াই দিলেন রুতুরাজ। কিন্তু তাতেও শেষরক্ষা হল না।
আরও পড়ুন: Mitchell Starc | IPL 2025: ১১.৭৫ কোটির পেসারের ‘পঞ্চবাণ’; ধূলিসাৎ কমলা শিবির! দিল্লি বোঝাল, স্টার্ক একজনই…
আরও পড়ুন: Shubman Gill | IPL 2025: ইতিহাস লিখলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স! মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে নতুন মাইলফলক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)