NOW READING:
Viral Video | CSK Fangirl’s Reaction: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…
March 31, 2025

Viral Video | CSK Fangirl’s Reaction: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…

Viral Video | CSK Fangirl’s Reaction: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025), ১১ নম্বর ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস (Rajasthan Royals vs Chennai Super Kings)। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ৬ রানে জিতে যায় রাজস্থান। আর এই ম্যাচে ভাইরাল হয়েছেন এক কন্যা, যাঁর পরনে ছিল হলুদ টপ, পোশাকের রং দেখেই বলে দেওয়া যায় যে, তিনি চেন্নাই সুপার কিংসের ‘ফ্যানগার্ল’!

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কেন এই ফ্যান ভাইরাল হল, তা বলার আগে একটু শেষ ওভারের নাটকীয় পরিস্থিতির কথা বলতে হবে। বর্ষাপাড়ায় টস জিতে রুতুরাজ গায়কোয়াড়রা ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রিয়ান পরাগদের। রাজস্থান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ১৮২ রান। চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ৬ বলে প্রয়োজন ছিল ২০ রান। রবীন্দ্র জাদেজা (৩১) ও এমএস ধোনি (১৬) ছিলেন ক্রিজে, হাতে ছিল ৫ উইকেট। 

সন্দীপ শর্মাকে শেষ ওভারের গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন রিয়ান। সন্দীপের প্রথম বলটি ছিল লো ফুলটস। ধোনি হাঁকিয়ে ছিলেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। সেখানে মোতায়েন ছিলেন শিমরন হেটমায়ার। তিনি দুরন্ত ক্য়াচে ফেরান ধোনিকে। দেখতে গেলে বর্ষাপাড়ার হলুদ সমর্থকরা বুক ভেঙে গিয়েছিল ধোনির ওই অবস্থায় চলে যাওয়ায়। 
 

হেটমায়ার যখন ক্য়াচ নিয়েছিলেন, ঠিক তখনই ক্য়ামেরা চলে গিয়েছিল গ্যালারিতে, দেখা যায় যে সেই মহিলা ফ্যানের রাতারাতি অভিব্যক্তির বদল, শেষে তিনি আঙুল দিয়ে এমন এক  অঙ্গভঙ্গি করেছিলেন, যে যা দেখলে মনে হবে, পারলে মুঠোয় তিনি হেটমায়ারকে পুরে নেবেন ধোনিকে আউট করায়! সিএসকে-র এই ফ্যানের নাম-ধাম জানা না গেলেও, তিনি যে এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল তা বলে দেওয়াই যায়। ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় যেন আগুন!

আরও পড়ুন: ১১.৭৫ কোটির পেসারের ‘পঞ্চবাণ’; ধূলিসাৎ কমলা শিবির! দিল্লি বোঝাল, স্টার্ক একজনই…

আরও পড়ুন: ইতিহাস লিখলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স! মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে নতুন মাইলফলক

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link