জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর অসুস্থ খাদ্যমন্ত্রী। জেল থেকে সরাসরি আইসিইউতে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, নাক থেকে রক্তক্ষরণ হওয়ার ফলেই গুরুতর অসুস্থ হয়ে পরেন জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি থেকে সরাসরি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।
আরও পড়ুন: Tab Scam: খাস কলকাতায় ট্যাব জালিয়াতির শিকার শতাধিক পড়ুয়া! সিট গঠন লালবাজারের…
রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল জ্যোতিপ্রিয়কে। এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। কিছু সময় একবার আদালতে পেশের সময়ই তিনি এজলাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কার্যত সেই সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি।
এবার জেলে নাক দিয়ে রক্ত বের হয়ে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্র অনুযায়ী জানা যায়, প্রথমে তাঁকে প্রেসিডেন্সি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা অনুভব করেন, ওঁনা একটি সুপার স্পেশালিটি হাসপাতাল দরকার। তাই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)