NOW READING:
পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস
February 14, 2025

পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস

পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস
Listen to this article



<p>BP Ananda Live: বীরভূম, চন্দনগর, পূর্ব বর্ধমান, আসানসোল-দুর্গাপুর-সহ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে গত এক মাসে &nbsp;অন্তত আড়াইশো সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, জামতাড়া থেকে রাজ্যে ঢুকে প্রতারণার ফাঁদ পেতেছিল অভিযুক্তরা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৪৬ জনকে।</p>
<p><strong>’হাসিনার আমলে বিরোধিতা করলেই রাখা হত এই টর্চার সেলে..’, ভয়াবহ সেই ‘আয়নাঘরে’ প্রবেশ ইউনূসের<br /></strong></p>
<p>&nbsp;একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্য়ে একজোট সকলেই, তখন মহম্মদ ইউনূসের জমানায়, বাংলাদেশে হিনদুদের ওপর অকথ্য় নির্যাতনের ছবি ইতিমধ্য়ে সামনে এসেছে।বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়ি-ঘর, দোকানপাটে। যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।&nbsp;</p>
<p>পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে। &nbsp;আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।</p>



Source link