
আইপিএলে তিনি ছিলেন শাহরুখ খান – জুহি চাওলার দলের অন্যতম সৈনিক। নাইট শিবিরের অন্যতম প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন।

আইপিএল শুরু হতে আর মাত্র মাস দেড়েক সময় বাকি। আইপিএলের আগেই অবসর নিলেন কেকেআরের সেই প্রাক্তন তারকা।

আলোচনা হচ্ছে সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার শেলডন জ্যাকসনকে নিয়ে। গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেই ক্রিকেটকে বিদায় জানালেন।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে গুজরাতের কাছে হেরে গেল সৌরাষ্ট্র। ফলে থেমে গেল জ্যাকসনের বাইশ গজের কেরিয়ার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৫ ম্যাচে ৭২০০-রও বেশি রান করেছেন জ্যাকসন। ২১টি সেঞ্চুরিও রয়েছে তাঁর।

পাশাপাশি ৩৯টি হাফসেঞ্চুরি করেছেন জ্যাকসন। সর্বোচ্চ রান ১৮৬।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ব্যাটিং গড়ই প্রমাণ করে যে, কত নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন জ্যাকসন। তবু খোলেনি জাতীয় দলের দরজা।

ভারতীয় দলে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল জ্যাকসনের। কেরিয়ারের শেষ ম্যাচে অবশ্য পরাজয় হজম করতে হল তাঁকে।

কেরিয়ারের শেষ ম্যাচে দুই ইনিংসে জ্যাকসন করলেন ১৪ ও ২৭ রান। তাঁর দল সৌরাষ্ট্রও কোয়ার্টার ফাইনালে গুজরাতের কাছে হেরে গেল।

এক সময় কেকেআরের স্পটার তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায় তুলে এনেছিলেন জ্যাকসনকে। গত মাসেই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানান। আইপিএলেও খেলছেন না। এবার পাকাপাকিভাবে সব ধরনের ক্রিকেট থেকেই বিদায়। ছবি – পিটিআই ও ফেসবুক
Published at : 12 Feb 2025 07:29 PM (IST)
আরও জানুন ক্রিকেট
আরও দেখুন
+ There are no comments
Add yours