
দুরন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দিয়ে ভারতীয় দল আইপিএল পূর্ববর্তী মরশুম শেষ করেছে।

আপাতত আইপিএল চলছে রমরমিয়ে।

আইপিএলের পরেও প্রায় মাসখানেক কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। তবে তারপর একেবারে ঠাসা সূচি।

২০ জুন থেকে সরকারিভাবে ভারতীয় দলের লম্বা বিলেত সফর শুরু। ইংল্যান্জের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় ২০ জুন শুরু হয়ে চলবে ৪ অগস্ট পর্যন্ত।

এরপর অগস্ট মাসেই ভারতীয় দলের তিনটি করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশ যাওয়ার কথা। সেই দিনক্ষণ অবশ্য এখনও জানানো হয়নি।

সেপ্টেম্বরে এশিয়া কাপে নিজেদের খেতাব ডিফেন্ড করতে নামবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টেরও সূচি এখনও ঘোষিত হয়নি।

অক্টোবর ও নভেম্বর মাসে অজ়ি সফরে যাবে ভারতীয় দল। এবার তিনটি করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ় খেলার লক্ষ্যে।

বছর শেষে রামধনুর দেশে পাড়ি দেবেন শুভমন, রোহিতরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা। ছবি-পিটিআই
Published at : 02 Apr 2025 07:00 AM (IST)
আরও জানুন ক্রিকেট
আরও দেখুন