NOW READING:
সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, অবসরের পথে আরও এক সিনিয়র ভারতীয় তারকা!
January 11, 2025

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, অবসরের পথে আরও এক সিনিয়র ভারতীয় তারকা!

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, অবসরের পথে আরও এক সিনিয়র ভারতীয় তারকা!
Listen to this article


হতাশাজনক অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দলের বেশ কিছু রদবদল হতে পারে বলে কিছু মহলে বিশ্বাস করা হচ্ছে।

হতাশাজনক অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দলের বেশ কিছু রদবদল হতে পারে বলে কিছু মহলে বিশ্বাস করা হচ্ছে।

সিরিজ়ের মাঝপথেই আর অশ্বিন অবসর নিয়েছিলেন। সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। আরও একাধিক তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েইছে।

সিরিজ়ের মাঝপথেই আর অশ্বিন অবসর নিয়েছিলেন। সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। আরও একাধিক তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েইছে।

এবার অশ্বিনের দীর্ঘদিনের আরেক সতীর্থের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অবসরের জল্পনা।  তিনি অশ্বিনের দীর্ঘদিনের স্পিন জুড়িদার, তাঁর সতীর্থ, রবীন্দ্র জাডেজা।

এবার অশ্বিনের দীর্ঘদিনের আরেক সতীর্থের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অবসরের জল্পনা। তিনি অশ্বিনের দীর্ঘদিনের স্পিন জুড়িদার, তাঁর সতীর্থ, রবীন্দ্র জাডেজা।

১০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক স্টোরি আপলোড করেন জাডেজা। সেখানে তাঁর নাম লেখা ভারতীয় টেস্ট দলের একটি জার্সির ছবি আপলোড করেন জাডেজা।

১০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক স্টোরি আপলোড করেন জাডেজা। সেখানে তাঁর নাম লেখা ভারতীয় টেস্ট দলের একটি জার্সির ছবি আপলোড করেন জাডেজা।

এই ছবি আপলোড করার পরেই অনেকে মনে করছেন যে জাডেজা হয়তো এই ছবির মাধ্যমে নিজের অবসরেরই ইঙ্গিত দিচ্ছেন।

এই ছবি আপলোড করার পরেই অনেকে মনে করছেন যে জাডেজা হয়তো এই ছবির মাধ্যমে নিজের অবসরেরই ইঙ্গিত দিচ্ছেন।

রবীন্দ্র জাডেজার জন্য বর্ডার-গাওস্কর ট্রফিটা খুব একটা আনন্দদায়ক হয়নি।

রবীন্দ্র জাডেজার জন্য বর্ডার-গাওস্কর ট্রফিটা খুব একটা আনন্দদায়ক হয়নি।

ব্যাট হাতে একটি অর্ধশতরানসহ ২৭-র গড় নিয়ে ১৩৫ রান করেছিলেন তিনি। তিন টেস্টে জাডেজা মাত্র চারটি উইকেট নেন।

ব্যাট হাতে একটি অর্ধশতরানসহ ২৭-র গড় নিয়ে ১৩৫ রান করেছিলেন তিনি। তিন টেস্টে জাডেজা মাত্র চারটি উইকেট নেন।

গত বছর বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক  টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের পর জাডেজার টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

গত বছর বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের পর জাডেজার টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

জাডেজা অবশ্য তেমন কোনও ইঙ্গিত কিন্তু এখনও দেননি। ৩৬ বছর বয়সি তারকা খেলা চালিয়ে যান না অবসর নেন, সেটা জানতে কিন্তু অপেক্ষা করতেই হবে। ছবি- পিটিআই/জাডেজার ফেসবুক।

জাডেজা অবশ্য তেমন কোনও ইঙ্গিত কিন্তু এখনও দেননি। ৩৬ বছর বয়সি তারকা খেলা চালিয়ে যান না অবসর নেন, সেটা জানতে কিন্তু অপেক্ষা করতেই হবে। ছবি- পিটিআই/জাডেজার ফেসবুক।

Published at : 11 Jan 2025 10:13 PM (IST)

আরও জানুন ক্রিকেট

আরও দেখুন



Source link