# Tags
#Blog

আবেদনপত্র পাঠাতে দেরি! বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি

আবেদনপত্র পাঠাতে দেরি! বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি
Listen to this article


কলকাতা: বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি (Cricket Association of Bengal)। বিসিসিআই-এর ইলেক্টোরাল ড্রাফটের চূড়ান্ত তালিকায় নেই সিএবি। নির্বাচনে বাকি ৩৪টি সংস্থা অংশ নিলেও থাকবে না সিএবি। নির্দিষ্ট সময়ে নিময় মেনে অনলাইনে আবেদন করেনি সিএবি। সিএবির আবেদন খারিজ বিসিসিআই-এর ইলেক্টোরাল অফিসারের। অফলাইনে হার্ড কপিতে আবেদন করলেও তা খারি হয়। 

নির্ধারিত সময়ে আবেদন না করার ফলেই বাংলার ক্রিকেট বোর্ড এই ক্ষমতা হারায়। বিসিসিআইয়ের ইলেক্টোরাল অফিসার এ কে জ্যোতি জানান বাকি ৩৪টিং সংস্থাই নির্দিষ্ট সময়ে আবেদনপত্র জমা করলেও বাংলা তা করেনি। ড্রাফট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সিএসবি আবেদন পাঠায় বলে জানানো হয়েছে। 

এ কে জ্যোতি জানান, ‘ফাইনাল ইলেক্টোরালে রোলে ওদের নাম নেই. এমনকী ড্রাফট ইলেক্টোরাল রোলেও ওরা ছিল না কারণ ২১ ডিসেম্বর ২০২৪ সালে পাঠানো নোটিস অনুযায়ী সময়মতো ওরা নিজেদের আবেদন করেনি। বাকি ৩৪টি সংগঠন একেবারে সময়মতো আবেদন পাঠিয়েছিল বলে ওরা ড্রাফট ইলেক্টোরাল লিস্টে নথিভুক্ত হয়। সব বিচার বিবেচনা করে আজ ফাইনাল ইলেক্টোরাল রোলের নোটিসও দিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তো সময়মতো নিজেদের আবেদনই পাঠায়নি, তো সেটা বিবেচনা করার প্রশ্নও আসে না।’

 

বছরের শুরুতেই ম্যাচ, দাম কত টিকিটের?

নতুন বছরের গোড়াতেই সুখবর বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য। ক্রিকেটের নন্দনকানন নামে পরিচিত ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। মুখোমুখি টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড (India vs England)। ২২ জানুয়ারি হবে সেই ম্যাচ।

জানুয়ারির ২২ তারিখ ইডেনে মাঠে বসে ভারত বনাম ইংল্যান্ড ধুন্ধুমার ম্যাচ দেখতে চাইলে কত টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের? সিএবি সূত্রে খবর, টিকিটের ন্যূনতম দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। অর্থাৎ, মাঠে গিয়ে খেলা দেখতে চাইলে মাথা পিছু অন্তত ৮০০ টাকা খরচ করতে হবেই। এছাড়াও থাকছে আরও বেশ কিছু দামের টিকিট। ৮০০ টাকা ছাড়াও থাকছে ১৩০০, ২০০০ ও ২৫০০ টাকা দামের টিকিট। পাশাপাশি ক্লাব হাউস ও কর্পোরেট বক্সের টিকিটের জন্য আলাদা দাম নির্ধারিত হয়েছে বলেই জানা গেল সিএবি-তে খোঁজ নিয়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিরাট সিদ্ধান্ত! সিডনিতে ‘বিশ্রাম’র সিদ্ধান্ত অধিনায়ক রোহিতের, উত্তাল সোশ্য়াল মিডিয়া 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal