ATM Card: এটিএম কার্ড ব্যবহারের পাশপাশি আজকাল ক্রেডিট কার্ডও (Credit Card) ব্যবহার করেন বহু মানুষ। অ্যাকাউন্টে (Bank Account) টাকা না থাকলে ক্রেডিট কার্ড ব্যবহার করে খুব সহজেই কেনা যায় পছন্দের জিনিস। হাজার টাকার ইএমআই (EMI) করে লাখ টাকার জিনিস কেনা যায়। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে আপনাকে আগে টাকা দিতে হবে না। তবে পরে ক্রেডিট কার্ডের বিল তৈরি হলে টাকা দিতে হবে।
Credit Card : কীসের ভয় রয়েছে…
অনেক সময় এর সঙ্গে অনেক চার্জও যোগ হয়। সেগুলিও দিতে হয় ক্রেডিট কার্ড হোল্ডারকে। অনেকেই সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেন না। তারা ভয় পান, এর জন্য তারা ব্যাঙ্কের হয়রানির শিকার হতে পারেন। মনে রাখবেন, আপনি যদি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাঙ্ক আপনাকে হয়রানি বা হুমকি দিতে পারে না। এমন পরিস্থিতিতে আপনার অধিকারগুলি কী জেনে নিন এখানে।
আপনি যদি আপনার ক্রেডিট কার্ড বিল শোধ না করেন তাহলে কী হবে?
ক্রেডিট কার্ড আজকের যুগে প্রতিটি মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এর মাধ্যমে মানুষ খুব সহজেই দামি জিনিস কিনতে পারছে। কিন্তু ক্রেডিট কার্ডের বিল যদি সময়মতো পরিশোধ না করা হয়, তাহলে এমন পরিস্থিতিতে আপনি সমস্যায় পড়তে পারেন।
আপনার CIBIL স্কোর প্রভাবিত হতে পারে। যে কারণে ভবিষ্যতে আপনার ঋণ পাওয়ার সম্ভাবনা খুবই কম হতে পারে। অন্য ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড পাওয়া আপনার পক্ষে কঠিন হতে পারে। যদি ব্যাঙ্ক আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আপনাকে আদালতেও যেতে হতে পারে।
Credit Card : ব্যাঙ্ক হুমকি দিতে পারে না
আপনার ক্রেডিট কার্ড বিল পরিশোধ না করার জন্য আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। ব্যাঙ্ক আপনাকে হুমকি দিতে পারে না। ব্যাঙ্ক রিকভারি এজেন্ট পাঠাতে পারে। কিন্তু তারা আপনাকে কোনওভাবেই শারীরিক বা মানসিকভাবে হয়রানি করতে পারে না। কোনও ব্যাঙ্কের কর্মচারী বা রিকভারি এজেন্ট আপনাকে কোনও ধরনের বিল পরিশোধের বিষয়ে হুমকি দিতে পারে না। এমনটা করা আইনের পরিপন্থী।
আরও পড়ুন এখানে : Job Fraud: সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?
আরও দেখুন
+ There are no comments
Add yours