NOW READING:
কসবাকাণ্ডের প্রতিবাদে মহেশতলায় পথে নেমে সিপিএমের মিছিল
July 2, 2025

কসবাকাণ্ডের প্রতিবাদে মহেশতলায় পথে নেমে সিপিএমের মিছিল

কসবাকাণ্ডের প্রতিবাদে মহেশতলায় পথে নেমে সিপিএমের মিছিল
Listen to this article


ABP Ananda LIVE: মহেশতলায় পথে নেমে সিপিএমের তরফে প্রতিবাদ মিছিল। সিপিএমের পক্ষ থেকে শান্তি মিছিল। সন্তোষপুর রেল গেট থেকে শুরু হয়েছিল এই মিছিল। শান্তি-সম্প্রীতির যে সিপিএমের মিছিল, নেতৃত্ব রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম।

 

 

 

রোগীমৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি, কাঠগড়ায় BJP-র কৌস্তভ বাগচি, থামাতে গেলে বললেন, ‘আমাকে ছোঁয়ার যোগ্য নন’

রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি। কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শাসানির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ব্যারাকপুর হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শাসানি দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনায় কৌস্তভের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে ডক্টর্স ফোরাম। কৌস্তভের গ্রেফতারি চেয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। (West Bengal BJP)

ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ঘটনা। সেখানে গতকাল ৬৫ বছর বয়সি এক রোগীর মৃত্য়ু হয়। রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে সকলকে শাসানোর, হুমকি দেওয়ার অভিযোগ কৌস্তভের বিরুদ্ধে। হাসপাতালে ঢুকে তিনি কার্যত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। (Koustav Bagchi)



Source link