জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশের বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ? নতুন রাজনৈতিক দল তৈরির তোড়জোড়? ‘দল তৈরি করতে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে’, চাঞ্চল্যকর দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুন: Mamata Banerjee: জয়নগরকাণ্ডে ফাঁসির সাজা! ‘রাজ্যের ইতিহাস নজিরবিহীন’, বললেন মুখ্যমন্ত্রী
সেলিম বলেন, ‘গত দু’তিন মাস ধরে মিডিয়া মারফত্-ই লোককে জানান দেওয়া হচ্ছে, আর একটা নতুন বামপন্থী দল তৈরি করতে হবে, আসবে। ঘোষণাও হয়ে গিয়েছিল। দেখা গেল কিছই হল না। অনেকেই বলছিল, বিজেপির উত্থান হয়েছে। তৃণমূল একটা দক্ষিণপন্থী দল। তাদের মধ্যেই একটা সাজানো বিরোধী এবং সরকারি দল’।
সেলিমের দাবি, ‘তাঁদের মধ্যে থেকেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আর একটা দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা হচ্ছে। নিজের নিজের দলে যাঁরা পাত্তা পাচ্ছে না, সে তৃণমূল এবং বিজেপি। সেখানে পাত্তারি গোটালে কী হবে, তার একটা বিকল্প ভেবে রাখছে। আবার যাতে পাত্তা যায়, সেজন্য ব্ল্যাকমেইল করা যায় কিনা, সে চেষ্টাও করছে’।
আরও পড়ুন: Santanu Sen:রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন!
এর আগে, ‘একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। সেই দলে ছিলেন শাসকদলের বহু নেতা, এমনকী মন্ত্রীও। সেলিম বলেন, ছাব্বিশে বিধানসভা নির্বাচন। এখন অনেকেরই দমবন্ধ হবে। গত বিধানসভা নির্বাচনে মনে আছে, তৃণমূলের এক নেতা মন্ত্রী, দমবন্ধ হয়ে গিয়েছিল। বিজেপি গিয়েছিল। পরে দেখা গেল বিজেপির অনেকের দমবন্ধ হয়ে গেল, তারা তৃণমূলে চলে এল। নতুন দল দানা বাঁধবে নেই, সেই সুযোগ নেই’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)