NOW READING:
Sougata Roy Vs Bikash Ranjan Bhattacharya: যাদবপুরে ‘সত্তর দশকের দাওয়াই’! ‘সরকারের টাকা মানে…’, সৌগতকে পাল্টা বিকাশরঞ্জনের!
March 9, 2025

Sougata Roy Vs Bikash Ranjan Bhattacharya: যাদবপুরে ‘সত্তর দশকের দাওয়াই’! ‘সরকারের টাকা মানে…’, সৌগতকে পাল্টা বিকাশরঞ্জনের!

Sougata Roy Vs Bikash Ranjan Bhattacharya: যাদবপুরে ‘সত্তর দশকের দাওয়াই’! ‘সরকারের টাকা মানে…’, সৌগতকে পাল্টা বিকাশরঞ্জনের!
Listen to this article


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরে ‘সত্তর দশকের দাওয়াই’! নিজের মন্তব্য়েই অনড় তৃণমূল সাংসদ সৌগত রায়।  ‘রাজ্য সরকারের টাকা মানে তৃণমূলের টাকা নয়’, জবাব দিলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন:  Jadavpur University: আপাতত ১৫ দিন বাড়িতেই বিশ্রাম, হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য…

সৌগত সাফ কথা, ‘হ্যাঁ, আমি হুঁশিয়ারি দিয়েছি। যাদবপুরে যা চলছে, দীর্ঘদিন ধরে। বামপন্থী বিরোধী কেউ বিশ্ববিদ্যালয় ঢুকলে তাঁকে হেনস্থা করা হবে, বাবুল সুপ্রিয়কে দিয়ে শুরু হয়েছিল, ব্রাত্য়কে দিয়ে সেটা এগিয়ে গেল। এটা ভাঙা দরকার’। বলেন, প্রেসিডেন্সি কলেজে যেরকম সত্তর দশকে পরিষ্কার করা হয়েছিল, প্রশাসন করেছে। আবার অনেক জায়গায় আমরা, আমাদের ছাত্র সংগঠন করেছি। সেটা আরেকটা বিষয়’।

সিপিএম বিকাশরঞ্জন ভট্টাচার্যের পাল্টা বক্তব্য, ‘সৌগতবাবুরা যে আরএসএসের মুখপাত্র হিসেবে কাজ করছে, এটা স্পষ্ট। যত মানুষের আন্দোলন বাড়বে, তত ওদের মুখোশ খুলে পড়বে। যাদবপুর মেধা চর্চার কেন্দ্র। ওরা যদি এই ধরণের কাজ করার চেষ্টা করেন, তাহলে নিজেদের কবর খুঁড়বেন’। সঙ্গে হুঁশিয়ারিও, রাজ্য সরকার কার পয়সায় খরচা দেয়, জনগণের টাকায়। রাজ্য সরকারের টাকা মানে তৃণমূলের টাকা নয়। কথাবার্তা শুনলে আমাদের উপহাস আসবে’। 

আরও পড়ুন:  Canning Snakebite Case: অন্ধকারের মধ্যে জামাইকে ছোবল দিল সাপ! হাসপাতাল নয়, শাশুড়ি তখন গরম দুধ দিয়ে জামাইয়ের…

যাদবপুরকাণ্ডে উত্তাল গোটা রাজ্য়। ক্যাম্পাসের এবার বিক্ষোভের মুখে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যাদবপুরে ‘সত্তর দশকে প্রেসিডেন্সি’ দাওয়াইয়ের দাবি তুলেছেন দমদমে তৃণমূলের সাংসদ। তাঁর মতে,  ‘বিশ্ববিদ্যালয়ের খরচ রাজ্য সরকার দেয়। প্রশাসনিকভাবে যাদবপুরকে নিয়ন্ত্রণ করতে হবে’।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link