# Tags
#Blog

‘পশ্চিমবঙ্গে তাঁর মৃত্যুতে বামযুগের একটা অবসান হল’, বললেন প্রকাশ কারাত

‘পশ্চিমবঙ্গে তাঁর মৃত্যুতে বামযুগের একটা অবসান হল’, বললেন প্রকাশ কারাত
Listen to this article



<p>ABP Ananda LIVE: ‘অনুভূতি খুব বড় কিছু হারানোর , কারণ আমরা সেই কমরেডকে হারিয়েছি যিনি শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পশ্চিমবঙ্গে তাঁর মৃত্যুতে বামযুগের একটা অবসান হল।পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে এবং বাংলায় আরও বেশি কর্মসংস্থানের চেষ্টা করেছেন। এই সবকিছুই শুধু কমিউনিস্ট পার্টিই নয়, বাংলার মানুষ সবসময় মনে রাখবেন’, বললেন প্রকাশ কারাত।</p>
<p>প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। রাতভর পিস ওয়ার্ল্ডেই শায়িত ৩ বারের মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে। কাল চক্ষুদানের পর আজ এনআরএসে হবে দেহদান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। গতকাল সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ১০.৩৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়। এরপর নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হয়েছে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে।&nbsp;’১৯৬১ সাল থেকে পরিচয় ছিল, ওঁর অভাব বিশেষভাবে অনুভব করছি’ বললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal