<p>ABP Ananda Live: ফের সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলার পরে রাজ্য কমিটিতেও বাদ সুশান্ত। বয়সের কারণে জায়গা পেলেন না বিকাশ, অশোক, জীবেশ, অমিয়।</p>
<p> </p>
<p>’লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডারটা নেবে কে’, প্রশ্ন পানাগড়কাণ্ডে নিহত তরুণীর মায়ের </p>
<p>’গাড়ির রেষারেষি নয়, মত্ত যুবকদের অশালীন আচরণ আর গাড়ির ধাক্কাতেই মেয়ের মৃত্যু হয়েছে।’ পুুলিশের তত্ত্ব খারিজ করলেন পানাগড়ে গাড়ি উল্টে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। প্রশ্ন তুললেন, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। ‘আমার মেয়ের গাড়ি চালক রেষারেষি করবে না। ওরা ধাওয়া করাতেই এই ঘটনা ঘটেছে। পরের পর মদের দোকান খুলছে, মত্ত দুষ্কৃতীদের দাপট তো বাড়বেই। কন্যাশ্রী আছে, কিন্তু কন্যারাই থাকছে না। লক্ষ্মীর ভাণ্ডার কাদের জন্য ?’ চন্দননগরের বাড়িতে বসে প্রশ্ন তুললেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। ‘আমার মেয়ে ছিল পরিবারের একমাত্র রোজগেরে, ওর ওপর নির্ভরশীল আমি, আমার মা ও শাশুড়ি। আমার পরিবারটা তো ভেসে গেল, এর দায় কে নেবে?’ প্রশ্ন সন্তানহারা মায়ের। </p>
Source link
ফের সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলার পরে রাজ্য কমিটিতেও বাদ সুশান্ত
