নয়াদিল্লি: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল এবার ৬ হাজার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ৪৮ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৭৬৯ জন। বর্তমানে ভারতে কোভিড অ্য়াকটিভ রয়েছেন ৬১৩৩ জন।
আরও পড়ুন, জোরকদমে উদ্ধারকার্য শুরু হয়েও শেষ রক্ষা হল না, অসমে ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু !
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনর মৃত্যু হয়েছে। কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ, দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯৫০ জন। দুজনের মৃত্য়ু হয়েছে। গুজরাতে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৮২২ জন। বাংলায় ৬৯৩ জন। দিল্লিতে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৮৬ । মহারাষ্ট্রে ৫৯৫ জন এবং কর্ণাটকে ৩৬৬ জন।