NOW READING:
Garia Death: নিথর তরুণীর গলায় দাগ, তরুণের দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে, গড়িয়ায় যুগলের মৃত্যুতে….
March 20, 2025

Garia Death: নিথর তরুণীর গলায় দাগ, তরুণের দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে, গড়িয়ায় যুগলের মৃত্যুতে….

Garia Death: নিথর তরুণীর গলায় দাগ, তরুণের দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে, গড়িয়ায় যুগলের মৃত্যুতে….
Listen to this article


তথাগত চক্রবর্তী: বাড়ি থেকে উদ্ধার দম্পতির  দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। দুজনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিস। ওই দম্পতির এক জন অন্যজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

তরুণ দাস (৪৫) ও তাঁর স্ত্রী আশা দাস (৩৫) গত ৬ মাস ধরে গুরুপদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই কাজ করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। বুধবার দুপুরে তারা কাজ থেকে ঘরে ফেরেন। হাসিখুশিই ছিলেন। প্রতিবেশীদের সাথে কথাও বলেন। ইয়ার্কি, আড্ডাও মারেন। তারপর হঠাৎই আশা দাসের বোনের ছেলে আশার স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে। আশার দেহ খাটে শোয়া অবস্থায় ছিল। আশার গলায় দাগ রয়েছে। গাল দিয়েও রক্ত বেরিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণ দাস। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন-আরজি করে নির্যাতিতার পরিবার পেল ডেথ সার্টিফিকেট, বাড়িতে এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব

আরও পড়ুন-ভয়ংকর দুর্যোগ টানা কয়েকদিন, জেলায় জেলায় ৫০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য

বাড়ির মালকিন যমুনা মণ্ডল বলেন, ওদের কী হয়েছে বুঝতে পারছি না। ওরা এসে খাওয়াদাওয়া করল। হাসিখুশিই ছিল। খাওয়ার পরে ছেলে বউ এই ঘরে চলে গেল। স্বামী-স্ত্রী ঘরেই ছিল। ওদের দুটো বাচ্চা আছে। আশার এক বোনও আমাদের ঘরেই থাকে। ওদের একটা ছেলে আছে। সে স্কুল থেকে এসে ওদের ঘরে গিয়েছিল। দরজা খুলে দেখেই ছুটে এসে মাকে বলে এই অবস্থা। আমিও ছুটে গিয়ে দেখলাম ওদের ওই অবস্থা। দুজনেই শেষ।

মৃত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা ঘটনাস্থলের কাছাকাছি মামার বাড়িতে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link