NOW READING:
EXPLAINED | Vinod Kambli: ‘দাঁড়ানোর ক্ষমতা নেই, বিনোদকে এভাবে দেখতে পারছি না’, কান্নায় ভেঙে পড়লেন এই ক্রিকেটার
December 7, 2024

EXPLAINED | Vinod Kambli: ‘দাঁড়ানোর ক্ষমতা নেই, বিনোদকে এভাবে দেখতে পারছি না’, কান্নায় ভেঙে পড়লেন এই ক্রিকেটার

EXPLAINED | Vinod Kambli: ‘দাঁড়ানোর ক্ষমতা নেই, বিনোদকে এভাবে দেখতে পারছি না’, কান্নায় ভেঙে পড়লেন এই ক্রিকেটার
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক করতে হাঁটতে পারছেন না, দাঁড়ানোর ক্ষমতা প্রায় নেই। বিনোদ কাম্বলির এই ছবি নাড়িয়ে দিয়েছিল দেশকে। মাদকাসক্তির কারণে সর্বস্ব হারানো বিনোদ কাম্বলিকে নিয়ে বিতর্ক ফিরে ফিরে এসেছে কিন্তু একসময় মনে করা হত তিনি সচিন তেন্ডুলকরের চেয়েও বেশি প্রতিভাবান। অথচ নিজেকে শেষ করেছেন উশৃঙ্খল জীবনযাপনে। কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কৌতো জানিয়েছেন, অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে। 

আরও পড়ুন, EXPLAINED | India vs Australia Pink-Ball Test: জোড়া শর্তেই ভারত ঘুরে দাঁড়াবে অ্যাডিলেডে, জলের মতো বুঝিয়ে দিলেন গাভাসকর

ছোটবেলার সতীর্থের সঙ্গে কিছুদিন আগে দেখাও করেছেন শচীন তেন্ডুলকর। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যায়, বয়সের ভারে যেন ন্যুব্জমান কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। চোখমুখ ঢুকে গিয়েছে, হাত কাঁপছে, আচরণও যেন একটু অপ্রকৃতস্থ। শচীনকে আলিঙ্গন করার জন্য তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না। আর কাম্বলির এই অবস্থা চোখে দেখতে পারছেন না তাঁর আরও এক সতীর্থ। সমীর দীঘে, প্রাক্তন ভারতের উইকেটরক্ষক এবং শচীন ও বিনোদের ঘনিষ্ঠ বন্ধু।

তিনি এদিন বলেন, ‘অনেক বছর পর ওর সঙ্গে দেখা হল। উঠে আমাকে জড়িয়ে ধরে ডাকল, ‘সাম্য’। আমি তাকে এই অবস্থায় ওকে দেখতে পারিনি। আমার খুব খারাপ লাগছিল। আমার চোখে জল এসে গিয়েছিল। আমরা ১৪ বছর একসঙ্গে খেলেছি (মুম্বাইয়ের হয়ে), ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন ওকে সুস্থতা দান করেন।’ সচিন তেন্ডুলকার এবং বিনোদ কাম্বলি রমাকান্ত আচরেকার স্কুল অফ ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার।

প্রসঙ্গত, শচীন ও কাম্বলি একসঙ্গেই ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। স্কুল ক্রিকেটে দু’‌জনের সেই রেকর্ড আজও সকলের মুখে মুখে ফেরে। দেশের হয়েও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন কাম্বলি। দেশের জার্সিতে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ান ডে খেলেছেন কাম্বলি। টেস্টে ১,০৮৪ এবং ওয়ানডেতে ২,৪৭৭ রান করেছেন। রয়েছে দুটি ডবল সেঞ্চুরিও। তবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি কোনওদিনই। 

আরও পড়ুন, WATCH | Nitish Reddy Reverse Scoop Six: অ্যাডিলেডে নীতীশের অবিশ্বাস্য ছয়! আকস্মিকতায় বোলান্ড ‘বোবা’, বুমরা থ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link