NOW READING:
খড়গপুর ছেড়ে যেতেই আচমকাই শিলাবৃষ্টি ও ঝড় শুরু, গাছের ডাল ভেঙে পড়ল করমণ্ডল এক্সপ্রেসের উপর !
February 19, 2025

খড়গপুর ছেড়ে যেতেই আচমকাই শিলাবৃষ্টি ও ঝড় শুরু, গাছের ডাল ভেঙে পড়ল করমণ্ডল এক্সপ্রেসের উপর !

খড়গপুর ছেড়ে যেতেই আচমকাই শিলাবৃষ্টি ও ঝড় শুরু, গাছের ডাল ভেঙে পড়ল করমণ্ডল এক্সপ্রেসের উপর !
Listen to this article



<p><strong>বিশ্বজিৎ দাস, ত্রিপুরা:&nbsp;</strong> শালিমার চেন্নাই-করমণ্ডল এক্সপ্রেস খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার আগে শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে লাইনের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে। প্রায় এক ঘন্টা ধরে লাইনের উপরে দাঁড়িয়ে থাকে করমণ্ডল এক্সপ্রেস। শেষ অবধি পাওয়া খবরে, পরবর্তীকালে রেলের কর্মীরা পৌঁছে গাছটি সরিয়ে ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।</p>
<p>আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় পারদ চড়বে। আরেকদিকে, টানা চারদিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। বুধবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও তুষারপাতেরও সম্ভাবনা<br />রয়েছে।&nbsp;</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=QPmPX_VPwHs[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="’আমাকে জঙ্গি নেতা বলেছেন’! শুভেন্দুকে নিয়ে মোদিকে চিঠি দেবেন মমতা" href="https://bengali.abplive.com/district/mamata-banerjee-is-writing-letter-to-pm-modi-on-suvendu-adhikari-1121159" target="_self">’আমাকে জঙ্গি নেতা বলেছেন’! শুভেন্দুকে নিয়ে মোদিকে চিঠি দেবেন মমতা</a>&nbsp;</p>



Source link