<p><strong>শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : </strong>অ্যাম্বুলেন্সে করে দিনহাটা মহকুমা হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স। আর সেখানেই সন্তান প্রসব করলেন এক মহিলা। পরে অবশ্য দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গিয়ে ওই মহিলা ও তাঁর নবজাতককে উদ্ধার করে নিয়ে যায়। </p>
<p><strong>কী ঘটনা ?</strong></p>
<p>শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ দিনহাটা- কুর্ষাহাট রাজ্য সড়কের নয়ারহাট এলাকায় বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন নটকোবাড়ির দিক থেকে ওই অ্যাম্বুলেন্সটি আসছিল। সেই সময় নয়ারহাট এলাকায় একটি মোটর বাইক অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মোটর বাইকে থাকা করলা এলাকার এজাদুল হক ও হামিদুল হক নামের দুই জন গুরুতর আহত হন। ওই অ্যাম্বুলেন্সে প্রসব বেদনা নিয়ে করলা এলাকার জরিপা খাতুন নামের এক মহিলা ছিলেন। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর ওই মহিলা সেখানেই সন্তান প্রসব করেন।</p>
<p>পরে দিনহাটা থেকে আর একটি অ্যাম্বুলেন্স গিয়ে প্রসূতি সহ সন্তানকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই অ্যাম্বুলেন্সে থাকা মরিয়ম বিবি নামের আরও এক মহিলা আহত হন। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে দিনহাটা দমকলে খবর দেন। দমকল বাহিনী আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মা ও সন্তান ভালো আছে বলে হাসপাতাল সূত্রে খবর।</p>
<p><strong>বারুইপুরে দুর্ঘটনা</strong></p>
<p>দিন দু’য়েক আগে বারুইপুরে মেলায় (Baruipur News) ঘটে যায় দুর্ঘটনা। নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা ও নাবালিকা। </p>
<p>বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে আসে বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হন বারুইপুরের ওই মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। রিলস বানানোর জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p>
Source link
হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, ঘটনাস্থলেই সন্তান প্রসব মহিলার !
Read Time:5 Minute, 3 Second