NOW READING:
২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি, বাড়ি ফিরলেন কোচবিহারের কৃষক
May 15, 2025

২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি, বাড়ি ফিরলেন কোচবিহারের কৃষক

২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি, বাড়ি ফিরলেন কোচবিহারের কৃষক
Listen to this article



<p><strong>শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:</strong> ২৯ দিন পর বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। পাকিস্তান থেকে BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের মুক্তির দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন শীতলকুচির কৃষক। গত ১৬ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সূত্রের দাবি, উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে বৈঠক করে BSF. অবশেষে প্রায় ১ মাস পর তাঁর মুক্তিতে খুশি পরিবার।&nbsp;</p>
<p>২১ দিন পর পাকিস্তান থেকে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। হুগলির রিষড়াতে তাঁর বাড়িতে আনন্দের জোয়ার। একই দিনে পড়শি বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনের মুক্তির খবর সামনে আসে। বুধবারই বাংলাদেশের জেলে বন্দি কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মনকে ফেরত আনল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। কোচবিহারের পশ্চিম শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন পেশায় কৃষক। ১৬ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।&nbsp; প্রায় এক মাস বাংলাদেশের জেলে বন্দি ছিলেন শীতলকুচির ওই বাসিন্দা। সূত্রের দাবি, উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে বৈঠক করে BSF।<br /><br />তবে পূর্ণমকুমার সাউয়ের মতো উকিল বর্মনকে ফেরানো নিয়েও কৃতিত্বের কাড়াকাড়ি শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্য়ে। গতকাল বিরোধী দলনেতা <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> বলেন, "কোচবিহারে একজন প্রবীণ মানুষ নাম উকিল বর্মন বাংলাদেশে আটকে রেখেছিল অত্য়ন্ত অন্য়ায়ভাবে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী <a title="অমিত শাহ" href="https://bengali.abplive.com/topic/amit-shah" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a> জি তাদের কাছে আমরা আমাদের পক্ষ থেকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও বিষয়টা বিএসএফকে নির্দেশ দিয়েছিলেন, হোম মিনিস্ট্রি এটা টেকআপও করেছিল। একটু আগেই তাকে বিএসএফ কোচবিহারে মানে ভারতে নিয়ে এসেছে। তাঁর মেডিক্য়াল হচ্ছে। তাঁকে BSF ভারত সরকারের উদ্য়োগে সঠিকভাবে ফিরিয়ে আনতে পেরেছে।” অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "<u></u>আমাদের আজকে ক্য়াবিনেট বৈঠক ছিল। সেখানে আমি ক্য়াবিনেটের পরে মাননীয় মুখ্য়মন্ত্রীকে পুরো ব্য়াপারটাকে বলি। ওখান থেকে মাননীয়া মুখ্য়মন্ত্রী বিভিন্ন দফতরের সঙ্গে যোগায়োগ শুরু করেন। এই মাত্র খবর পাওয়া গেল ওকে বিএসএফের হাতে হ্য়ান্ডওভার করা হবে। সেখান থেকে পুলিশের কাছে তুলে দেওয়া হবে।”</p>



Source link