শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।
এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তৃণমূলপন্থী এই নেতা পৃথক রাজ্যের দাবি জানানোয় অস্বস্তিতে পড়েছে শাসকদল। রাজ্য ভাগের দাবিতে তৃণমূলের সমর্থন নেই বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় আছে
নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের। যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত,
- ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
- আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস
- গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস
- কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
রেল অবরোধের জেরে ভোগান্তি রেলযাত্রীদের। নিউ-আলিপুরদুয়ার স্টেশন, জোড়াই স্টেশনকে উপেক্ষা করেই ঘুরপথে চলাচল করছে রাজধানী সহ বেশ কিছু ট্রেন। ফলে নিউ-আলিপুরদুয়ার স্টেশন থেকে যাত্রাপথ শুরু করা রেলযাত্রীরা যাতে তাদের নির্দিষ্ট ট্রেনটি ঘুরপথে যাওয়া নিউ-কোচবিহার স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য ২-টি বাস সহ চার চাকার ছোটো গাড়ি রেখেছেন তারা। যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে নিউ-কোচবিহার স্টেশনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Metro Rail Price: ভাড়া বাড়ছে না মেট্রোর! সুখবর শোনাল কর্তৃপক্ষ, কোন লাইনে?
আরও দেখুন