NOW READING:
ছাব্বিশের ভোটের আগের ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড়, কী বলছে নির্বাচন কমিশন?
March 2, 2025

ছাব্বিশের ভোটের আগের ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড়, কী বলছে নির্বাচন কমিশন?

ছাব্বিশের ভোটের আগের ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড়, কী বলছে নির্বাচন কমিশন?
Listen to this article



<p>ABP Ananda Live: ছাব্বিশের ভোটের আগের ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড়। ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কলকাতা থেকে কোচবিহারে, দিকে দিকে ভূতুড়ে ভোটারের খোঁজ। চেতলায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ হাকিম। ভবানীপুরেও ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কাউন্সিলর। কোচবিহারের মাথাভাঙায় ভোটার তালিকায় ভূরি ভূরি গরমিল। একই এপিক কার্ডে উত্তরপ্রদেশের ভোটারদের নাম। একই এপিক নম্বরে একাধিক নাম নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই নকল বা ভুয়ো ভোটার নয়, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই এপিক নম্বর হলেও রাজ্য এবং ভৌগলিক অবস্থান অনুযায়ী, ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা।&nbsp; &nbsp;</p>



Source link