NOW READING:
রেল অবরোধের জেড়ে ঘুরপথে যাওয়া ট্রেনযাত্রীদের জন্য বিশেষ বাস 
December 12, 2024

রেল অবরোধের জেড়ে ঘুরপথে যাওয়া ট্রেনযাত্রীদের জন্য বিশেষ বাস 

রেল অবরোধের জেড়ে ঘুরপথে যাওয়া ট্রেনযাত্রীদের জন্য বিশেষ বাস 
Listen to this article



<p style="text-align: justify;"><strong>শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:</strong> জোরাই রেল অবরোধের জেরে ভোগান্তি রেলযাত্রীদের। নিউ-আলিপুরদুয়ার স্টেশন, জোরাই স্টেশনকে উপেক্ষা করেই ঘুরপথে চলাচল করছে রাজধানিসহ বেশ কিছু ট্রেন। ফলে নিউ-আলিপুরদুয়ার স্টেশন থেকে যাত্রাপথ শুরু করা রেলযাত্রীরা যাতে তাদের নির্দিষ্ট ট্রেনটি ঘুরপথে যাওয়া নিউ-কোচবিহার স্টেশন থেকে ট্রেন ধড়তে পারেন তার জন্য বিশেষ ব্যাবস্থা রেখেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন রেলকর্তৃপক্ষ। যাত্রীদের জন্য ২-টি বাসসহ চার চাকার ছোটো গাড়ি রেখেছেন তারা। যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে নিউ-কোচবিহার স্টেশনে।</p>



Source link