NOW READING:
রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার হল ‘মদ’ ! গ্রেফতার মালিক
March 24, 2025

রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার হল ‘মদ’ ! গ্রেফতার মালিক

রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার হল ‘মদ’ ! গ্রেফতার মালিক
Listen to this article



<p><strong>শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:</strong> উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার মদ। গ্রেফতার ক্যান্টিনের মালিক। গতকাল রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিন থেকে প্রায় ১৫ বোতল মদ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা। পরে পুন্ডিবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ক্যান্টিনের মালিককে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে ঘটনার পরেই ওই এজেন্সিকে ক্যান্টিনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=ms_jT6935E8[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="পাথরচাপুড়িতে মেলার উদ্বোধনে অনুব্রত, কেন ‘একসঙ্গে’ দেখা গেল না কাজলকে ?" href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-administrative-meeting-in-spite-of-invitation-anubrata-mondal-present-but-absent-kajol-sheikh-1126765" target="_self">পাথরচাপুড়িতে মেলার উদ্বোধনে অনুব্রত, কেন ‘একসঙ্গে’ দেখা গেল না কাজলকে ?</a></p>



Source link