<p><strong>বিটন চক্রবর্তী, পাঁশকুড়া:</strong> সরকারি স্কুলে ভর্তি হতেও দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। রীতিমতো নোটিস বোর্ডের পাশে চিরকুট দিয়ে জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে ক্লাস অনুযায়ী টাকার অঙ্কও। পাঁশকুড়ার ঘটনায় বিতর্ক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর।</p>
<p>পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাইস্কুলে ভর্তির জন্য দিতে হচ্ছে ১৫০০ টাকা। রীতিমতো নোটিস বোর্ডের কাছে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি কাগজ। কাগজে উল্লেখ রয়েছে কোন ক্লাসের জন্য কত টাকা দিতে হবে। এমনকি টাকা না দিতে পারলে পরিবর্তে দেওয়া যাবে, সিমেন্টের বস্তারও, উল্লেখ রয়েছে তারও। প্রশ্ন উঠছে যেখানে সরকারি স্কুলে ভর্তি ফ্রি ২৪০ টাকা সেখানে কীভাবে ১৫০০টাকা নেওয়া হচ্ছে। যদিও এই নিয়ে রীতিমত সমস্যার সম্মুখীন হচ্ছেন অভিভাবকরা।</p>
<p>পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার অভিভাবক মিঠু রানা বলেন, "প্রধান শিক্ষক বলেছেন ভর্তির জন্য ১৫০০ টাকা দিতে হবে না হলে ৫ বস্তা সিমেন্ট দিতে হবে। যখন বললাম দিতে পারব না তখন উনি বলছেন অন্য স্কুলে ভর্তির কথা। আমি ধার দেনা করে ছেলেকে স্কুলে ভর্তি করেছি। আমরা চাইছি ভর্তি ফি যাতে কমানো হয়। আরেক অভিভাবক মামনি রুইদাসের অভিযোগ, "আমার ছেলে মেধাবী। লোকের কাছে হাত পেতে ছেলেকে বাধ্য হয়ে ভর্তি করালাম। যখন টাকা দিতে পারিনি মাস্টাররা বলছেন ভর্তি হতে হবে না বাড়ি চলে যান। এটা শুধু এই স্কুলের ক্ষেত্রেই হচ্ছে।” যদিও অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এই নিয়ে প্রধান শিক্ষিক দেবাশিস কামিল্যার সাফাই-"ভর্তি ফি বাবদ আমরা ২৪০ টাকা নিচ্ছি। বাকি যে টাকাটা নিচ্ছি সেটা খুশি হয়ে বা ডোনেশান বাবদ। ওটা করো উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমাদের নোটিস বোর্ডে ওইরকম কিছু দেওয়া হয়নি। এটা চক্রান্ত হতে পারে।"</p>
<p>আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপির নেতা অঞ্জন মাইতি বলেন, "এটা খুবই নিন্দনীয় ঘটনা। তৃণমূল পরিচালিত বোর্ড এটি। মাস্টারমশাইকে ব্যবহার করে ডেভলমেন্টের নাম করে টাকা তুলছে। তৃণমূল সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে কাটামানি তোলার নতুন পন্থা নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাইস্কুলের সভাপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ সামিরুদ্দিন বলেন -"অনেকে যেমন দিয়েছেন অনেক গরিব ছাত্র আবার ফি তে ভর্তি হয়েছে। তবে টাকার পরিমাণটা অতিরিক্ত বাড়ানো হয়েছে। যদিও বিজেপির অভিযোগের কোনও উত্তর না দেওয়াই ভাল।"</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Narendranath Tiwari Expelled: মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার, নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল" href="https://bengali.abplive.com/district/trinamool-expels-narendranath-tiwari-after-arrest-in-malda-dulal-sarkar-case-1114498" target="_self">Narendranath Tiwari Expelled: মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার, নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল</a></strong></p>
Source link
সরকারি স্কুলে ভর্তির জন্য অতিরিক্ত টাকা, পাঁশকুড়ার স্কুলে নোটিস ঘিরে বিতর্ক

+ There are no comments
Add yours