<p><strong>নয়াদিল্লি: </strong>ফের কুম্ভগামী ট্রেনে তুলকালাম বাঁধব। মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠা নিয়ে বিবাদ হয়। এসি কামরার দরজা না খোলায় ট্রেন ভাঙচুর চালানো হয়। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সেই ভিডিও।</p>
<p>ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার। বিহারের মধুবনি স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে ওঠা নিয়ে বিবাদ। কামরার দরজা না খোলায় ট্রেনে ভাঙচুর চালালেন ক্ষুব্ধ যাত্রীরা। ভেঙে দেওয়া হয় AC কামরার কাচ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতঙ্কের ছবি। পুণ্যার্থীদের নিয়ে বিহারের জয়নগর থেকে ছেড়েছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। গতকাল সন্ধেয় ট্রেন মধুবনি স্টেশনে পৌঁছতেই এই ঘটনা ঘটে। AC কামরার দরজা না খোলায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানলার কাচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কাচের টুকরো লেগে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর আগে প্রয়াগরাজে শিপ্রা এক্সপ্রেসে চরম হেনস্থার শিকার হন দমদমের একটি নাট্যদলের কর্মীরা।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Kolkata Fire: শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন" href="https://bengali.abplive.com/district/fires-broke-out-in-two-parts-of-the-city-within-a-few-hours-1119857" target="_self">Kolkata Fire: শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন</a></strong></p>
Source link
AC কামরার দরজা না খোলায় ভাঙল কাঁচ, ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার

+ There are no comments
Add yours