<p>ABP Ananda Live: কাঁথির সমবায় ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী ? কাঁথির সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন। ভোটের দিন অশান্তি এড়াতে বাহিনীর মোতায়েনের আবেদন। আগেই কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে বাহিনী মোতায়েনে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। </p>
<p> </p>
<p>হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।</p>
<p>মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ। </p>
Source link
সমবায় ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী ? কাঁথির সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা
