পূর্ব মেদিনীপুর: কাঁথিতে সমবায় ভোট ঘিরে উত্তেজনা। রামনগরে অখিল গিরির ওপর হামলার অভিযোগ। কাঁথিতে ছেলের হুমকি, রামনগরে ‘আক্রান্ত’ বিধায়ক! পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ খোদ তৃণমূল বিধায়ক! ‘ভোটারদের প্রভাবিত করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলা’, পুলিশের লোক গায়ে হাত তুলেছে, অভিযোগ রামনগরের তৃণমূল বিধায়কের।
পূর্ব মেদিনীপুর কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তুলকালাম। ভোট শুরু হতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশের সামনেই বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকি সুপ্রকাশ গিরির। পুলিশের সামনেই হুঁশিয়ারি তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির।৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৬৫টি আসনে সবকটিতেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছেন। সকাল ৯টা থেকে নির্বাচন শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন, জেলে বন্দি স্বামী, পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড পৌঁছতে গেলেন কয়েদির স্ত্রী !
প্রসঙ্গত, দিকে দিকে তৃণমূলের হাতেই তৃণমূল খুন, চলতি বছরের শুরুতেও সমবায় ভোটেও চলেছিল গোষ্ঠীদ্বন্দ্ব! কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও চলেছিল তৃণমূল বনাম তৃণমূল। সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচন ঘিরেও হয়েছিল ২ বিধায়কের লড়াই। উত্তম বারিক গোষ্ঠীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সেসময় অখিল গিরি।পাল্টা রামনগরের বিধায়ককে কার্যত তাড়া করেছিল কটূক্তি উত্তম-গোষ্ঠীর।
কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন কাঁথি সমবায় ব্য়াঙ্কের ডিরেক্টররা। এই নিয়ে তৃণমূলের অভ্য়ন্তরে জটিলতা কিছুতেই কাটছিল না। দলের ভিতরেই রয়েছে মত বিরোধ। তৃণমূলের তরফে তালিকা প্রকাশের পরও দেখা গিয়েছিল মননোয়ন জমা দিচ্ছিলেন বিজয়ীরা। কাঁথি সমবায় ব্য়াঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে অব্য়াহত তৃণমূলের দ্বন্দ্ব। দলের তরফে ডিরেক্টরদের নাম সুপারিশ করে তালিকা প্রকাশের পরেও, ভোটাভুটিতে অংশ নিতে মনোনয়ন জমা দিচ্ছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছিল বিতর্ক।
১০৮ আসন বিশিষ্ট কাঁথি সমবায় ব্য়াঙ্কে ভোট হয়েছিল ১৫ ডিসেম্বর। ১০১ টি আসন পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য়ে থেকেই ১৫ জন বসবেন ডিরেক্টর পদে। নিয়ম অনুযায়ী যাঁরা ডিরেক্টর পদে বসতে চান, তাঁদেরকে মনোনয়ন দিতে হয়। তারপর হয় ভোটাভুটি। কিন্তু, বিজয়ী সদস্য়দের মধ্য়ে থেকে ডিরেক্টর নির্বাচন কীভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের মধ্য়ে মতবিরোধ দেখা দিয়েছিল। পাশাপাশি, শুরু হয়ে গিয়েছিল বিজয়ী সদস্য়দের ডিরেক্টরের দৌড়ে মনোনয়ন দেওয়ার কাজ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন