NOW READING:
Jaipur: ‘দানায় দানায় কেশর’, ভুল তথ্য! আইনি সমস্যায় শাহরুখ-সহ অজয় ও টাইগার…
March 12, 2025

Jaipur: ‘দানায় দানায় কেশর’, ভুল তথ্য! আইনি সমস্যায় শাহরুখ-সহ অজয় ও টাইগার…

Jaipur: ‘দানায় দানায় কেশর’, ভুল তথ্য! আইনি সমস্যায় শাহরুখ-সহ অজয় ও টাইগার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি সমস্যায় শাহরুখ। আইনি জটিলতায় শাহরুখ-সহ  অজয় ও টাইগার! জয়পুর আদালতের পক্ষ থেকে ৩ জনকে নোটিস পাঠানো হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয় পানমশলায় কেশর রয়েছে সেই দাবি বিভ্রান্তিকর বলে মামলা দায়ের করা হয়। জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের মামলায় বলা হয়েছে ‘দানে দানে মে কেশর’ ট্যাগ লাইন বিভ্রান্তিকর বলে দাবি ৩ অভিনেতাকে নোটিস জয়পুর আদালতের।

আরও পড়ুন: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি…

এই অর্ডারটি ইস্যু করেছেন The District Consumer Disputes Redressal Commission-এর চেয়ারম্যান গ্যায়ারসিলালা মিনা। মার্চের ১৯ তারিখ আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সর্বভারতীয় সংবাদসংস্থাকে জয়পুরের অ্যাডভোকেট যোগেন্দ্র সিং বাদিয়াল জানান, ‘অভিনেতারা মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। বিমালের প্রতি দানায় কেশর রয়েছে সেটি একদমই ভুল কথা।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link