জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে নাম জড়িয়েছে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের। গত ডিসেম্বরে জ্যাকুলিনকে তিনি আঙুর বাগান উপহার দিয়েছেন। সেই সুকেশ কখনও অভিনেত্রীকে প্রমোদ তরী, কখনও পরাস্যের বিড়াল উপহার দিয়েছেন। এবার ফের খবরে সুকেশ। এবার তিনি চিঠি লিখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে।
আরও পড়ুন-গোরু চুরি করে কর্মী-সমর্থকদের জন্য বিরিয়ানি, দল থেকে বহিষ্কৃত প্রভাবশালী নেতা
কী আছে সেই চিঠিতে? সুকেশ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস হোল্ডিং ইন্টারন্যাশনাল, নেভেডায় রেজিস্ট্রিকৃত স্পিড গেমিং করপোরেশন অনলাইন বেটিং ব্যবসার সঙ্গে জড়িত। ২০১৬ সালে থেকে সেই ব্যবসা চলছে। ২০২৪ সালে ওইসব কোম্পানির টার্নওভার ২.৭০ বিলিয়ন ডলার। তাঁর ব্যবসা আছে আমেরিকা, স্পেন, ব্রিটেন, দুবাই ও হংকংয়ে। তাঁর কাছে যত আয়কর ভারতের পাওনা রয়েছে তা তিনি মিটিয়ে দিতে চান। ২০২৪ সালে তিনি যে আয় করেছেন তার কর হিসেবে তিনি ভারত সরকারকে ৭৬৪০ কোটি টাকা দিতে চান। ভারতে তিনি অনলাইন স্কিল গেমিং বিজনেস ও টেকনোলজিতে বিনিয়োগ করতে চান।
সরকারি আধিকারিক সেজে প্রতারণা-সহ বিভিন্ন ভাবে তিনি কোটি কোটি টাকা হাতিয়েছেন। এর জন্য ২০১৫ সালে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিস। দেশের একাধিক প্রভাবশালী ব্যবসায়ী, ব্যক্তি তার প্রতারণার শিকার। ২০০ কোটি টাকা হাওয়ালা লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours