NOW READING:
TMCর লক্ষ্য যেভাবে হোক ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার পর যেকোনও মূল্যে ধরে রাখা: অধীর
February 22, 2025

TMCর লক্ষ্য যেভাবে হোক ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার পর যেকোনও মূল্যে ধরে রাখা: অধীর

TMCর লক্ষ্য যেভাবে হোক ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার পর যেকোনও মূল্যে ধরে রাখা: অধীর
Listen to this article



<p>ABP Ananda Live: ‘তৃণমূলের লক্ষ্য ছিল যেভাবে হোক ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার পর যেকোনও মূল্যে ক্ষমতা ধরে রাখা। এটা হচ্ছে তৃণমূলের লাইন। এক ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটোই হচ্ছে তৃণমূলের লাইন’। বললেন অধীর চৌধুরী।&nbsp;</p>
<p><strong>STF-র স্ক্যানারে বিবাদী বাগের অস্ত্রের দোকানের ‘স্টক রেজিস্টার’, কীভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছল কার্তুজ ?</strong></p>
<p>অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে! বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় প্রায় ২০০টি কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এমনই বিস্ফোরক ও চাঞ্চল্য়কর তথ্য হাতে এসেছে বলে রাজ্য পুলিশের STF সূত্রে খবর।</p>
<p>STF সূত্রে দাবি, প্রায় একবছর ধরে দোকান থেকে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি। এখন প্রশ্ন হল, সেগুলো কোথায় কোথায় পৌঁছে গেছে? উত্তর খুঁজছে রাজ্য পুলিশের STF.এদিন সকালে ফের বিবাদী বাগের বৈধ অস্ত্র বিপণীতে হানা দেয় পুলিশ। কার্তুজ উদ্ধারের ঘটনায় ধৃত দোকানের ২ কর্মীকে নিয়ে এদিন শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে তল্লাশি করেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ১৫ তারিখ ভোরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এবং উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল STF.&nbsp;<br />&nbsp;</p>



Source link