জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকেই এগোচ্ছে গণনার ফল। হরিয়ানার তখতে আসতে চলেছে কংগ্রেস এবং তা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এমনই ইঙ্গিত দিচ্ছিল বিধানসভা ভোট গণনার প্রাথমিক ফলাফল। একসময় হরিয়ানায় কংগ্রেস এগিয়ে ছিল ৬২ আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২৪ আসনে। আইএনএলডি এগিয়ে ১ আসনে। আর অন্যান্যরা এগিয়ে ৩ আসনে। বেলা গড়াতেই সেই সমীকরণ উল্টে গেল। বিজেপি এগিয়ে গেল ৪৭ আসনে। অন্যদিকে, কংগ্রেস এগোল ৩৫ আসনে। ফলে জোর টক্কর শুরু হয়েছে হরিয়ানায়।
আরও পড়ুন- পুজোয় কি ফের দুর্যোগ! স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস, তবে…
হারিয়ানা বিধানসভায় রয়েছে ৯০ আসন। ফলে সেখানে ম্যাজিক ফিগার হল ৪৬। গণনা শুরু হতেই সীমানা পার করে দেয় কংগ্রেস। পরিস্থিতি এমনই যে বিজেপি অন্যদের ম্যানেজ করে যে সরকার গড়বে তারও কোনও সুযোগ ছিল না। তবে গণানার এখনও অনেকটাই বাকী। পাশাপাশি এটাও ঠিক যে কংগ্রেস যে জায়গায় চলে গিয়েছে সেখান থেকে তাকে টেনে নামানো অনেকটাই কঠিন। আর বেলা বাড়তেই বদল গেল ছবিটা।
হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের গণনা চলছে। গণনার প্রারম্ভিক প্রবণতায় হরিয়ানার ইতিমধ্যেই সরকার গঠনের ম্যাজিক সংখ্যা অতিক্রম করে গিয়েছে কংগ্রেস। আর তাই সকাল-সকালই দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে উদযাপন শুরু করে দেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পাশাপাশি খেলা ঘুরতেই জিলিপি বিলা শুরু করে বিজেপি।
দুই রাজ্য যে ফলাফলের দিকে এগোচ্ছে তাকে বিজেপির আর বলার মতো কিছু থাকবে না। জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল করেও যে কিছু হল না প্রায় প্রমাণ হওয়ার পথে। অন্যদিকে, কৃষক আন্দোলন, খেলোয়াড়দের নিগ্রহ সব একাধিক ইস্যুতে বেঁকে বসেছে হরিয়ানার মানুষজন।
হরিয়ানার জুলানা আসন থেকে এবার ভোটে লড়াই করছেন কুস্তিগির ভিনেশ ফোগট। তাঁর সঙ্গে লড়াইয়ে নেমেছেন ক্যাপ্টেন যোগশ বৈরাগী। প্রাথমিকভাবে অনেকটাই এগিয়ে থেকেও পিছিয়ে পড়লেন ভিনেশ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুড়া এগিয়ে রয়েছেন গরহি সম্পলা-কিলই আসন থেকে। উচানা কালান আসনে পিছিয়ে রয়েছেন হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্মন্ত চৌটালা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)