NOW READING:
‘বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে’, শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা
March 12, 2025

‘বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে’, শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা

‘বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে’, শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা
Listen to this article


কলকাতা : তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। ‘কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?’ ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।

আলি ইমরান বলেন, “মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হল না কেন ? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন ? এটা প্রমাণ করে, তৃণমূল ও বিজেপি এক হয়ে এই যে খেলা হবে স্লোগান চালাচ্ছে, এটাই খেলা। বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে মুসলমানের উপরে আঘাত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের পক্ষে কথা বলবে। যাতে মুসলমানরা মমতা ভোটবাক্সে বন্ধ হয়ে থাকবে। আর হিন্দুদের বিজেপি ভোটবাক্সে বন্ধ করবে। আমি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমার তরফ থেকে এফআইআর চাকুলিয়া থানায় জমা দিয়েছি। আজই মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কপি এবং তার সঙ্গে ওঁর কাছে একটা অনুরোধ চিঠি পাঠাচ্ছি যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা করুন।”  

কী বলেছিলেন শুভেন্দু ? তিনি বলেন, ‘বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’ বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতো আচরণ করতে হয়…কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না।’

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক-বিরোধীর তরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। অন্যদিকে,২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপিও। এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে এই আক্রমণ ঘিরে চড়ছে বঙ্গের রাজনীতির পারদ। সময়ই বলবে, এই হিন্দু – মুসলমানের রাজনীতি থেকে আদৌ কি কোনও দল ফায়দা তুলতে পারবে ? নাকি সাম্প্রদায়িক আকচা-আকচিকে ছুড়ে ফেলে দেবে বাংলার মানুষ, বলবে সময়।     

আরও দেখুন



Source link