নয়াদিল্লি: দেশ জুড়ে দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে দেশের সর্বত্র দাম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়াল তেল সংস্থাগুলি। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১০ কেজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৩৯ টাকা বেড়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই মুহূর্তে সেখানে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে ১ হাজার ৬৯১ টাকা ৫০ পয়সা, আগে যা ১ হাজার ৬৫২ টাকা ৫ পয়সা ছিল। (Commercial LPG Price Hike)
এর আগে জুলাই মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩০ টাকা কমানো হয়েছিল। জুন মাসে ৬৯ টাক ৫ পয়সা এবং মে মাসে ১৯ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এবার একধাক্কায় ৩৯ টাকা দাম বাড়ানো হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থা প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দামে রদবদল ঘটায়। (LPG Price Hike)
কী কারণে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল, তা যদিও খোলসা করেনি তেল সংস্থাগুলি। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক তেলের বাজারে ওঠাপড়া যেমন চলছে, তেমনই শুল্কনীতিতেও রদবদল ঘটেছে। চাহিদা এবং জোগানের উপর সেই ওঠাপড়ার প্রভাব পড়ছে। সেই নিরিখেই মাসের শুরুতেই বাণিজ্যিক এবং ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাল্টায়।
দিল্লির পাশাপাশি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে আজ থেকে। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৮ টাকা ৫০ পয়সা বেড়ে ১ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা হয়েছে। মুম্বইয়ে ১ হাজার ৬০৫ এবং চেন্নাইয়ে দাম বেড়ে হয়েছে ১ হাজার ৮১৭ টাকা। গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের ব্যবহার বাড়ানোর উপর বরাবর জোর দিয়ে আসছে সরকার। সেই কারণে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারও বিলি করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। কিন্তু রান্নার গ্যাসের যা দাম এই মুহূর্তে, তাতে দরিদ্র পরিবারগুলি ফের কাঠ, আঁচ এবং কেরোসিনের দ্বারস্থ হয়েছেন।
এদিন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফলে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীদের পকেটে প্রভাব পড়তে চলেছে। ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি এখনও পর্যন্ত। দিল্লিতে এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম ৮০৩ টাকা। কলকাতায় দাম ৮২৯ টাকা করে পড়ছে। দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে ঘরোয়া রান্নার গ্যাস ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৯১৮.৫ টাকায় বিক্রি হচ্ছে।
দিল্লিতে এই মুহূর্তে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা পড়ছে। মুম্বইতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩.৪৪ ও ৮৯.৯৭ টাকা, কলকাতায় ১০৪.৯৫ ও ৯১.৭৬ টাকা, চেন্নাইয়ে ১০০.৭৫ টাকা ও ৯২.৩৪ টাকা।
আরও পড়ুন: Cyclone Asna: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’, অস্বাভাবিক আচরণ আরব সাগরের, হিসেব মেলাতে পারছেন না বিজ্ঞানীরা
আরও দেখুন
+ There are no comments
Add yours