কোচবিহারে শাসক নেতাকে গুলি করার অভিযোগ
![কোচবিহারে শাসক নেতাকে গুলি করার অভিযোগ কোচবিহারে শাসক নেতাকে গুলি করার অভিযোগ](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/14/d644199483d8517cdd95171cbdf3e7c71731588557298967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: কোচবিহারে শাসক নেতাকে গুলি করার অভিযোগ। শাসক দলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ভাটপাড়ার পর কোচবিহারে শাসক নেতাকে লক্ষ্য করে গুলি। শাবল দিয়ে দরজা ভেঙে গুলি করার অভিযোগ। বক্সিরহাট অঞ্চলে শাসক নেতার আস্তানায় ঢুকে হামলা। ঘরে না থাকায় বেঁচে যান তৃণমূল নেতা। এই ঘটনার পিছনে শাসক দলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে বিজেপি। </p>
<p> </p>
<p>ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক,ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়। </p>
Source link