কলকাতা: ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে।
মূলত ৯ অগাস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস বলে পালিত হয়। ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সারা পৃথিবীতেই পরিবেশ সংরক্ষণ -সহ পৃথক পৃথক ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের। আর সেই সব কারণেই তাঁদেরকে সম্মান জানাতে গোটা বিশ্বে আদিবাসী দিবস পালিত হয়। পাশাপাশি সচেতনতা ও আদিবাসীদের অধিকার স্পষ্ট ও সুরক্ষিত করতেও দিন উদযাপিত করা হয়। আর এবার বিশ্ব আদিবাসী দিবসের আগেই ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চব্বিশের লোকসভা ভোটের আগেও জেলা সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বর্ধমানে গিয়ে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেছিলেন মমতা। সেসময় সংগঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা। জেলার বাসিন্দাদের জন্য একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেছিলেন সেবার মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভা ভোট শেষ। সবুজ ঝড়ের পরে এবার ছাব্বিশের লক্ষ্যে নয়া রণকৌশল নিয়ে ব্যস্ত শাসকদল। পাশাপাশি গুটি সাজাতে ব্যস্ত বিরোধীরাও।
অপরদিকে, এই মুহূর্তে আরও একটি বিষয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাহল বঙ্গভঙ্গ ইস্যু। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে রাঙাপানিতে ফের দুর্ঘটনা
কেউ বলছেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পরিষদের মধ্যে ঢুকিয়ে দাও, কেউ বলছেন, কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও। কেউ বলছেন, মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। বাংলা ভাগের চক্রান্ত করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন