NOW READING:
আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি
March 17, 2025

আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি

আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি
Listen to this article



<p>ABP Ananda Live: বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। কথা বলবেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ&zwj;্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>অমরাবতী মাঠ বিতর্কে পদত্যাগ পানিহাটির পুরপ্রধানের, গৃহীত ইস্তফাপত্র&nbsp;</strong></p>
<p>অমরাবতী মাঠ বিতর্কে পদত্যাগ পানিহাটির পুরপ্রধানের, গৃহীত ইস্তফাপত্র। ২১ মার্চ পরবর্তী বৈঠক ডাকলেন পানিহাটি পুরসভার উপ পুরপ্রধান। গত সপ্তাহে ব্যারাকপুরের মহকুমা শাসককে পদত্যাগপত্র পাঠান মলয় রায়। মহকুমা শাসক মলয় রায়ের পদত্যাগপত্র পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে পাঠিয়ে দেন। পুর আইন অনুযায়ী, কাউন্সিলরদের বৈঠকে ইস্তফাপত্র পাস করাতে হয়। নিয়ম মেনে আজ বৈঠকের ডাক দেন পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়</p>



Source link