NOW READING:
ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর
February 25, 2025

ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর
Listen to this article


ABP Ananda Live: ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে: মমতা। আর জি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। ‘অপরাজিতা বিল পড়ে রয়েছে এখনও, পাশ হতে বাকি রয়েছে’। ভায়েদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর। 

 

 খাস কলকাতায়  হাড়হিম করা ঘটনা। এবার উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি মুণ্ডহীন দেহ। তাও আবার তা টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

মঙ্গলবার সকালে আহিরীটোলার কাছে,  কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় উত্তর বন্দর থানায়। ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহ। আহিরীটোলার কাছে গঙ্গার কুমোরটুলি ঘাট থেকে দুই মহিলাকে আটক করে উত্তর বন্দর থানার পুলিশ।  তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা। 

স্থানীয়দের দাবি,  টুকরো টুকরো করে  দেহ ট্রলিব্যাগে পুরে লোপাটের চেষ্টা করছিলেন মহিলারা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে অ্যাপ ক্যাবে চড়ে আসেন  মাস্ক পরা দুই মহিলা। তাঁদের ভারী ব্যাগ টেনে ঘাটের ধারে নিয়ে আসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মহিলারা ভারী ট্রলিব্যাগটি বয়ে আনতেও পারছিলেন না, ব্যাগটি এতটাই ভারী! সন্দেহ হতেই  মহিলাদের ঘিরে ধরেন স্থানীয়রা। দাবি, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল এলাকায়।  তাঁরা বলেন, ট্রলিব্যাগে পোষ্য কুুকুরের মৃতদেহ রয়েছে। এরপর উত্তর বন্দর থানার পুলিশ এসে ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহাংশ। স্থানীয়দের দাবি, দেহটি এক মহিলার। ইতিমধ্যেই পচন ধরেছে দেহতে।  



Source link