NOW READING:
‘মুখে প্রচার করে তো সব হয় না, ধর্ম হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাওয়া’, বললেন মমতা
April 29, 2025

‘মুখে প্রচার করে তো সব হয় না, ধর্ম হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাওয়া’, বললেন মমতা

‘মুখে প্রচার করে তো সব হয় না, ধর্ম হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাওয়া’, বললেন মমতা
Listen to this article



<p>ABP Ananda Live: ‘যতটা সম্ভব চেষ্টা করেছি ভয় মুক্ত করার। ভয় মুক্ত কখনও মুখে প্রচার করে তো হয় না। আগামীকাল দুপুর ২.৩০ টে থেকে অনুষ্ঠান শুরু হবে এবং ৩টের সময় দ্বার খোলা হবে। প্রথমে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে’। বললেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?</strong></p>
<p>পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।&nbsp; কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী,&nbsp; কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।&nbsp; প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।</p>



Source link