টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর, কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি
![টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর, কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর, কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/02445cb15d21516699b2b8b96635041e1738835539111967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা-ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি। BGBS-এ আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি টাটা সন্সের চেয়ারম্যান। ‘আগামী দিনে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে টাটা’। বাংলায় বিনিয়োগের আশ্বাস টাটার, দাবি মুখ্যমন্ত্রীর। </p>
<p><strong>হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি এখনও নীরব</strong></p>
<p>একদিকে দিল্লির বিধানসভা নির্বাচন। অন্য দিকে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুণ্যস্নান। বুধবার সেই নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ, তার মধ্যেই লজ্জার অধ্যায় রচিত হল। বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করল আমেরিকার সেনার বিমান। পঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি সংবাদমাধ্যম। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। কিন্তু একটি রাত কাটতেই একে একে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে শুরু করলেন আমেরিকা ফেরত ভারতীয়রা। (Illegal Indian Migrants)</p>
Source link