# Tags
#Blog

Mamata Banerjee: জয়নগরকাণ্ডে ফাঁসির সাজা! ‘রাজ্যের ইতিহাস নজিরবিহীন’, বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: জয়নগরকাণ্ডে ফাঁসির সাজা! ‘রাজ্যের ইতিহাস নজিরবিহীন’, বললেন মুখ্যমন্ত্রী
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাস্টিস পেল জয়নগর। নাবালিকাকে ধর্ষণ করে খুন! ২ মাসের মাথায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল আদালত। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বার্তা, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবে বরদাস্ত করে না সরকার’।

আরও পড়ুন:  Jaynagar Update: জয়নগরকাণ্ডে নজিরবিহীন রায়! নাবালিকাকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা…

এক্স হ্যান্ডেলে মুখ্য়মন্ত্রী লিখেছেন, ‘জয়নগরে নাবালিকা খুন ও ধর্ষণে মামলায় ৬২ দিনে মাথায়, আজ অভিযুক্ত ফাঁসির সাজা দিয়েছে বারুইপুরের পকসো আদালত। এই ধরনের মামলায় মাত্র দু’মাসের মাথায় বিচার ও ফাঁসি সাজা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রাজ্য সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবেই বরদাস্ত করে না’।  

 

 

ঘটনাটি ঠিক কী? আরজি কর কাণ্ডে তখনও উত্তাল গোটা রাজ্য। চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। এরপর দেহ উদ্ধার করে পুলিস। কবে? পুজোর আগে, অক্টোবরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বস্তুত, আরজি কাণ্ডের প্রতিবাদে ‘রাত দখলে’র ধাঁচেই ‘রাত পাহারা’র ডাক দিয়েছিলেন জয়নগরের মহিলারাও।

আরজি করে নির্যাতিতার বাবা বলেন, ‘আমাদেরও বিশ্বাস আছে, তদন্ত যদি ঠিকমতো হয়, আমাদেরও যারা আসামী থাকবে, তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। কোনও হতাশার ব্যাপার নেই। আমার মেয়ে একটা প্রতিষ্ঠানের ভিতরে খুন হয়েছে এবং একটা বন্ধ ঘরের সামনেই। সুরক্ষিত জায়গায়। পুলিস প্রথম অবস্থায় প্রচন্ড গাফিলতি করেছে, তার প্রমাণ এবং উদাহরণ এখন আমাদের সবার সামনেই উজ্জ্বল হয়ে আছে। সিবিআইয়ের একটু সময় লাগছে। সিবিআই সময় চেয়ে নিয়েছে, আমরা সময় দিচ্ছি। ধীরে ধীরে সঠিক আসামীদের সামনে নিয়ে আসবে এবং আমরাও বিচার পাব’।

আরও পড়ুন:  Santanu Sen:রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal