NOW READING:
Mamata Banerjee: বরফ গলল না নবান্নেও! ‘ওরা বিচার চায় না, চেয়ার চাই’, বললেন মুখ্যমন্ত্রী…
September 12, 2024

Mamata Banerjee: বরফ গলল না নবান্নেও! ‘ওরা বিচার চায় না, চেয়ার চাই’, বললেন মুখ্যমন্ত্রী…

Mamata Banerjee: বরফ গলল না নবান্নেও! ‘ওরা বিচার চায় না, চেয়ার চাই’, বললেন মুখ্যমন্ত্রী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তাররা। ‘ওরা বিচার চাই না, চেয়ার চাই’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘আমি পদত্যাগ করতেও রাজি আছি, ওরা বিচার পাক’। 

আরও পড়ুন:  RG Kar Incident: আরজি কর কাণ্ডে নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি CBI-র!

নবান্নেও বরফ গলল না!  লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় বসতে রাজি নন জুনিয়র ডাক্তাররা। নবান্ন সভাঘরে বাইরে বসে থাকলেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন,  ‘আমরা ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করছি।  ডাক্তার ভাইবোনেদের যাঁরা এসেছেন এখানে, আসতে বলা হয়েছিল, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে এবং তাঁরা আসবেন বৈঠকে। এই বৈঠকটা কিন্তু আমার চিঠি দিয়েছিলাম প্রথমে।  ওনারা জবাবে আসবেন বলেছিলেন। সেজন্যই বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। আমার সঙ্গে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ ছিলেন, স্বরাষ্ট্রসচিব নন্দিনী ছিল,  প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজীব কুমার, ডিজি ছিলেন’।

গতকাল বুধবার এবং তার আগের দিন মঙ্গলবার আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য আন্দোলনকারীদের ই-মেল পাঠানো হয়েছিল নবান্নের তরফে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এর আগেও দু’দিন আমরা অপেক্ষা করেছিলাম ২ ঘণ্টা করে। ভেবেছিলাম, হয়তো আসবে, আসতে পারেনি। আমাদের কাজ হচ্ছে, তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া হয়। ক্ষমা করে দিয়েছি’।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওরা যেটা বলছে, ঠিকই বলছে।  একবার ওদের নিয়ে লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন সুপ্রিম কোর্টের কাছে বা সিবিআইয়ের কাছে কেসটা ছিল না। সেটা অন্য ঘটনা ছিল।  আমরা রেকর্ডিং করার ব্যবস্থা করেছিলাম। সেটা চিঠি লিখে দিয়েছিলাম। বৈঠক যখন হবে, সবটাই রেকর্ডিং হবে।  আমরা তিনটে ভিডিয়ো ক্যামেরা রেখে দিয়েছিলাম। তারা যদি চাইত, শেয়ার করতেও পারতাম। সুপ্রিম কোর্টে নির্দেশে লাইভ স্ট্রিমিং করা যায় না’।

আরও পড়ুন:  Doctor’s On Strike: মরণাপন্ন মহিলা পুলিসকর্মী! আন্দোলনের মধ্যেই চিকিৎসা জুনিয়র ডাক্তাদের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 





Source link