# Tags
#Blog

‘পরিবহণ দফতর সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে’ পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

‘পরিবহণ দফতর সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে’ পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Listen to this article


কলকাতা: পরিবহণ নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ক্ষোভের মুখে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর মৌন দফতর হয়ে গেছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীকে রীতিমতো ভর্ৎসনা করলেন তিনি। 

ক্ষোভের মুখে পরিবহণমন্ত্রী: বছরের শুরুতে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পরিবহণ দফতরের নজরদারি নিয়ে, তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মন্ত্রী নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনও?” তার উত্তরে স্নেহাশিস চক্রবর্তী জানান, “হ্য়াঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু।” তার প্রেক্ষিতে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু! কিছু কথাটার অর্থ কী? কিছু কথাটার কোনও অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। তোমাকে মাথায় রাখতে হবে, কিছু কথার কোনও উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাওয়ার সময়, অফিস ফেরত বা অন্য়ান্য় সময় যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে।”                      

প্রাথমিক স্তরে সেমিস্টার চালু নিয়ে, শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকেও রীতিমতো কড়া বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, “কাগজে দেখলাম। আমি জানতাম না। আমি মুখ্য়সচিবকে জিজ্ঞাসা করলাম। মুখ্য় সচিবও জানত না। প্রাথমিক স্তরে সেমিস্টার। তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু মনে রেখো, যদি পলিসি নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত নিতে হয়, আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।” এর প্রেক্ষিতে ব্রাত্য বসু জানান, “দিদি ওটা আমিও দেখে পরশুদিন রাতে মুখ্য় সচিবকে জানিয়েছি। আপনি অনুমতি দিলে তবে নোটিফিকেশন হবে।” পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “কাগজে আগে বেরলো কী করে?” একইসঙ্গে তিনি জানিয়ে দেন, “আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে। ওটা হবে না। ৪ জন পরামর্শদাতা সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল, বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না। সেমিস্টার বলবে!”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: বছরের শুরুতেই নামল পারদ, জাঁকিয়ে শীত বঙ্গজুড়ে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal