<p>ABP Ananda LIVE : বিজেপি-তৃণমূল ধর্মযুদ্ধ তুঙ্গে। সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে নৌশাদের সঙ্গে বৈঠকের পর এবার পীরজাদাদের সঙ্গে বৈঠক। ফুরফুরার উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা।</p>
<p> </p>
<p><strong>বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা</strong></p>
<p> </p>
<p>বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা। গতকালের পর আজও দক্ষিণবঙ্গজুড়ে হট ডে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া–এই ৬টি জেলায়। পারদ ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম–এই ৫ জেলায়। বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।<br />উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। </p>
Source link
বিজেপি -তৃণমূল ধর্মযুদ্ধ, তারমধ্যেই ফুরফুরা শরিফ যাচ্ছেন মমতা

+ There are no comments
Add yours