কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় এসে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম, উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে, এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়ে এলেন। অতো বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন। ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছেই। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আমি অভ্যস্ত।’
পাশাপাশি তিনি এদিন আরও বলেন, গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা বড় রেকর্ড প্লেয়ার ছিল। এমন কোনও গান নেই, রেকর্ড নেই, যা বাবা কিনতেন না। সেগুলি বাবাও শুনতেন, সঙ্গে আমিও শুনতাম। তাই আমার হাজারের উপর গান মুখস্থ।’ তবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর সংযোজন, এখন গাইবো না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে। জাগো দুর্গা। ওটাতো আজকে বলতে পারব না। ওটা কালকে বলব।’
এদিন তিনি শ্রীভূমির পুজোর প্রশংসার পাশাপাশি জেলার পুজোর প্রশাংসাতেও পঞ্চমুখ হন। তিনি এদিন ফের অনুদানের প্রসঙ্গ তোলেন। বলেন, আমরা পুজোতে প্রায় ৪৮ থেকে ৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না। এটা উৎসাহ দান। অনেকে বলেন, এতে কী হবে ? আমি বলি, তোমার তো কিছু হবে না, তোমার তো ৫০ লক্ষ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে, যাদের কাছে ৮৫ হাজার টাকার দাম অনেক বেশি।’
আরও পড়ুন, আগামীকাল মহালয়া, ভরা কটালে ফের প্লাবনের আশঙ্কা : মুখ্যমন্ত্রী
আরও দেখুন